২৩ সেকেন্ডে ২১ বার শিশুকে মারলেন শিক্ষক

3 months ago 26

হেফজ বিভাগের ৮ বছর বয়সী এক শিশুকে বেত দিয়ে ২১ বার মারধর করেছেন তার শিক্ষক। মারধরের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার আলীপুর নুরানি ও হেফজ মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। ৩৫ সেকেন্ডের ভিডিওর প্রথম ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেতের আঘাত করা হয়েছে। এ সময় শিক্ষক শিশুটিকে মারতে মারতে কান ধরে ওঠবস করতে বলেন, কিন্তু তাতেও থামেনি মারধর।

অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনও বন্ধ রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্র জানায়, গত সোমবার ঘটনাটি ঘটেছে। শিক্ষক শিশুটিকে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় শাস্তি দিয়েছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আজমুল হুদা মিঠু বলেন, বিষয়টি ন্যক্কারজনক। জড়িত ওই শিক্ষককে ইতোমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ঘটনা জানাজানি হওয়ার পরই সে মাদ্রাসায় অনুপস্থিত।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ভিডিওটি দেখেছি। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে, কয়েক দিন আগেই জেলার আরেকটি মাদ্রাসার শৌচাগার থেকে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার গলায় গামছা পেঁচানো ছিল এবং তাকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

Read Entire Article