২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বহালে এবার ‘ইউজিসি ব্লকেড’

19 hours ago 10

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে আজও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছুরা। তারা আজকের কর্মসূচির নাম দিয়েছেন ‘ইউজিসি ব্লকেড’।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন।

এদিন, ‘২৪-এর বাংলায় ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ চাই’ লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। তাদের সঙ্গে কয়েকজন অভিভাবককেও অবস্থান করতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোববার (২৬ জানুয়ারি) ইউজিসি তাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ পাঠালেও তারা দৃশ্যমান কোনো ফল পাননি। এজন্য আজ আবারও অবস্থান নিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তাদের দাবি—২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রেখে রাষ্ট্রপতির আদেশ জারি করতে হবে। তাছাড়া গুচ্ছ পদ্ধতিতে কিছু যৌক্তিক সংস্কারও চান শিক্ষার্থীরা।

এর আগে রোববার সকালে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউজিসি ভবনের সামনে অবস্থান নেন। দুপুরে তাদের আলোচনায় বসার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

পরে তারা ইউজিসি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী—শিক্ষার্থীরা লিখিত আবেদন করেন। সেই আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে জোর সুপারিশ করে ইউজিসি।

এএএইচ/এমআরএম

Read Entire Article