২৫ কেজির কোরাল বিক্রি ২০ হাজারে

1 month ago 27

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলে মো. খায়ের হোসেনের বড়শিতে ধরা পড়লো ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ৮০০ টাকা কেজি দরে ২০ হাজার টাকারে বিক্রি হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফে শাহপরীর দ্বীপে জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে কোরাল মাছটি ধরা পড়ে। বিষয়টি জানিয়েছেন জেলে মো. মোজাম্মেল।

এ বিষয়ে জেলে খায়ের হোসন বলেন, সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্তে ঘেঁষা করিডোর জেটি সংলগ্ন নাফ নদীতে বড়শিতে মাছ ধরছিলাম। হঠাৎ বড়শিতে বড় একটি কোরাল মাছ ধরা পড়লে অন্যান্য জেলেদের সহযোগিতায় মাছটি নাফ নদী থেকে তুলতে সক্ষম হতে পেরেছি। মাছটির ওজন ২৫ কেজি। পরে মাছটি কেজি ৮০০ টাকা করে বিক্রি করে দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে প্রায় সময় বড় আকারের কোরাল ধরা পড়ে। মাছটির দাম বেশি হলেও খেতে খুবই সুস্বাদ। তাছাড়া দেশে কোরাল মাছের চাহিদা অনেক।

সরকারি নিষেধাজ্ঞা যথাযথ পালন করার কারণে নাফ নদীতে মাছের সংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস

Read Entire Article