২৫ ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ এক দিন এগিয়ে ৩ জানুয়ারি

2 days ago 14

আগামী ৪ জানুয়ারি নয়, ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রশাসন ছাড়া ২৫ ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ। রোববার (২৯ জানুয়ারি) ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সমাবেশ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বিশেষ কারণে তা একদিন এগিয়ে ৩ জানুয়ারি করা হয়েছে।

মফিজুর রহমান বলেন, আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ওই দিন আমাদের সমাবেশের সুযোগ নিয়ে তাদের লোকজন আমাদের মধ্যে ঢুকে কোনো অঘটন ঘটাক। এ কারণে সমাবেশটি একদিন এগিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে ফার্মগেটের খামারবাড়ির কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) হল। ওই দিন সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ শেষে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Read Entire Article