নব্বইয়ের দশকে বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। বলিউডের সুপারহিট ‘করণ অর্জুন’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি হয়ে সুপারস্টার বনে যান মমতা কুলকার্নি। এরপর আমির খানের সঙ্গে ‘বাজি’সহ বড় বড় অভিনেতাদের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাকে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘ভাগ্য দেবতা’ নামের একটি বাংলা ছবিতেও অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছিল তাকে।
সাধারণত সিনেমায় তাকে রোমান্টিক নায়িকা হিসেবেই পেয়েছেন দর্শক। তার রূপ, সাহসী ছবি তোলপাড় করেছিল বহু পুরুষ হৃদয়।
বলিউডে অভিষেকের শুরুতেই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু খ্যাতির শীর্ষে থাকাকালীন আচমকাই হারিয়ে যান তিনি।
ক্যারিয়ারের বেশ ঝলমলে সময়টাতে হঠাৎ দেশ ছেড়ে চলে যান তিনি। এরপর বলা চলে ছিলেন না কোনো আলোচনায়। দীর্ঘ ২৪ বছর তিনি দেশ ফিরলেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিজেই সেই কথা জানিয়েছেন। ভিডিওতে তাকে আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখা যায়।
ভিডিওতে মমতা জানান, তিনি ফের দেশে ফিরে এসেছেন। তার মন ছুঁয়ে গেছে নতুন ভারতকে দেখে। তিনি বলেন, ২৪ বছর পর প্রথমবার আকাশ থেকে নিজের দেশ দেখে আবেগে ভেসে যান তিনি। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই চোখে জল চলে আসে তার।
পোস্টে তিনি লেখেন, ‘২৫ বছর পর মাতৃভূমিতে ফিরে আসলাম। ২০১২ সালে ১২ বছর পর কুম্ভ মেলা অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম, আবার ১২ বছর পর ২০২৫ সালের মহাকুম্ভে যোগ দিতে ফিরলাম।’
ক্যারিয়ারজুড়ে নানা ঘটনায় তিনি সমালোচনার জন্ম দিয়েছেন। তার স্বামী হিসেবে উঠে আসতো যে ভিকির নাম তিনি ছিলেন আন্তর্জাতিক ড্রাগ লর্ড। ফলে আন্তর্জাতিক মাদক চক্রে জড়িয়েছিলেন মমতাও। পুলিশ যখন ভিকিকে আটক করে তখন মমতার নামও উল্লেখ ছিল মামলায়। মূলত তখনই শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন মমতা। তবে ভিকির সঙ্গে নিজের সম্পর্কের কথা কোনোদিনই স্বীকার করেননি তিনি।
২০১৬ সালের ১২ এপ্রিল থানে পুলিশ দুটি গাড়ি আটক করে। সেখান থেকে ৮০ লাখ রুপি মূল্যের ২-৩ কেজি ইফেড্রিন পাউডার উদ্ধার করা হয়। মমতা কুলকার্নিও এই মামলায় অভিযুক্ত ছিলেন। যদিও পরে আদালত প্রমাণের অভাবে তাকে নির্দোষ ঘোষণা করে।
মমতা কুলকার্নির চেহারা এখন অনেকটাই বদলে গেছে। এই সুন্দরী অভিনেত্রীর জীবনধারাও পুরোপুরি বদলেছে। অভিনেত্রীর ওজন বেড়েছে। নেই আগের সেই সৌন্দর্যের জৌলুস।
এলএ/জেআইএম