২৫০ পেশাজীবী নিয়ে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট

2 weeks ago 15

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে এ ফেস্ট অনুষ্ঠিত হয়। আয়োজনের মূল থিম ছিল ‘ব্লেন্ডিং পার্সপেকটিভস, ব্রিংগিং ডিলাইটস’। যেখানে খাদ্য ও পানীয় শিল্পের উন্নয়ন, উদ্ভাবন এবং চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠান শুরু হয় নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর এবং বোর্ড সদস্য সৈয়দ ইকবাল মাহমুদ হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি পরপর চারবার এ আয়োজনের টাইটেল পার্টনার হতে পেরে আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে শিল্পের স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আয়োজনে ৪টি ইনসাইট সেশন এবং ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ২৫ জন বক্তা এবং মডারেটর তাদের ইনসাইট এবং অভিজ্ঞতা শেয়ার করেন। দেশের খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন পেশাজীবীর উপস্থিতিতে ২৫০ জনের বেশি মার্কেটিং এবং সেলস পেশাজীবী এ আয়োজনে অংশ নেন।

২৫০ পেশাজীবী নিয়ে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট

আকিজ ইনসাফের সিইও অনুপ কুমার সাহা তার ইনসাইট সেশনে ‘রিডিফাইনিং ফুড মার্কেটিং অপারেশনস ফর ইকোনমিক ইফিশিয়েন্সি’ নিয়ে আলোচনা করেন। কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেডের পার্টনার রুহিনা হালিম ‘ক্যান ফুড ব্র্যান্ডস বি দ্য নিউ হোপ ইন টাফ টাইমস’ বিষয়ে গবেষণা সেশন পরিচালনা করেন।

টি.কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর (মার্কেটিং) মোহাম্মদ মোফাসসেল হক ‘ইফেকটিভ স্ট্র্যাটেজিস ফর ফুড অ্যান্ড বেভারেজ মার্কেট অপারেশনস অ্যামিড ইনভলভিং চ্যালেঞ্জেস’ নিয়ে আলোচনা করেন। গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ ‘ড্রাইভিং এক্সেলেন্স ইন ফুড অ্যান্ড বেভারেজ ফর ক্রাইসিস রেজিলিয়েন্স’ শীর্ষক ইনসাইট সেশনে কথা বলেন।

বক্তারা ৪টি ভিন্ন প্যানেলে খাদ্য এবং পানীয় শিল্পের চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান এবং কৌশলগত উদ্যোগ নিয়ে কথা বলেন। আকিজ এসেনশিয়াল লিমিটেডের সিইও মোহাম্মদ মাহবুব আরসলান, সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকী, ব্রুভানা বেভারেজ গ্রুপের সিইও নাভিদ ইয়াকুব, কিভা হান গ্রুপের ফাউন্ডার সামিত বিন সালাম মতামত উপস্থাপন করেন। প্যানেলটি পরিচালনা করেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং সুরাইয়া সিদ্দীকা।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘এই ১০ বছরের যাত্রা আমাদের সম্মিলিত চেষ্টার উদযাপন। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ সর্বদাই বিজনেস এবং মার্কেটিং কমিউনিটির উন্নতিতে কো-ক্রিয়েটর হিসেবে কাজ করছে।’

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ডিরেক্টর সানজিদা রাফিয়া। তিনি আগামী বছর আরও বড় আয়োজনের প্রতিশ্রুতি দেন।

এসইউ/জিকেএস

Read Entire Article