২৯ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

17 hours ago 8

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৫০৩ - ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়। 

১৭৭৮ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন। 

১৭৭৮ - ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে। 

১৮৩৫ - দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি সাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমি সমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে। 

১৮৬০ -ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়। 

১৯১১ -সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান। 

১৯১১ -খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ। 

১৯৩০ -স্যার মো. ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্থান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন। 

১৯৪০ -দ্বিতীয় বিশ্ব যুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন। 

১৯৭২ -মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। 

১৯৭৫ -নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত। 

১৯৮৯ -১৯৪৮ এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল। 

১৯৯২ -কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

১৯৯৬ -গুয়েতামালা সরকারের সঙ্গে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভলুশন ইউনিয়নের নেতাদের সঙ্গে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়। 

২০০৮ -বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১৭০৯ -পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা জন্মগ্রহণ করেন। 

১৮০০ -ভলকানাইজড রাবারের উদ্ভাবন চার্লস গুডইয়ার জন্মগ্রহণ করেন। 

১৮০৮ -মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জন‌সন জন্মগ্রহণ করেন। 

১৮৪৪ -আইনজ্ঞ ও ভারতের জাতীয়তাবাদী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 

১৮৬৩ -ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহণ করেন। 

১৮৭৩ -সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী জন্মগ্রহণ করেন। 

১৯১৪ -শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন। 

১৯২৬ -নোবেলজয়ী পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম জন্মগ্রহণ করেন। 

১৯৪২ -ভারতীয় ফিল্ম তারকা রাজেশ খান্না জন্মগ্রহণ করেন। 

১৯৪৯ -ভারতীয় ক্রিকেট খেলোয়ার সৈয়দ কিরমানি জন্মগ্রহন করেন। 

১৯৬০ -অস্ট্রোলিয়ান ক্রিকেটার ডেভিড বুন জন্মগ্রহন করেন।

মৃত্য

১৮৯১ -জার্মান গণিতবিদ লিওপল্ড ক্রোনেকারের মৃত্যু হয়। 

১৯১৮ -সাহিত্যিক অজিত কুমার চক্রবর্তীর মৃত্যু হয়। 

১৯২৬ -জার্মান কবি রাইনার মারিয়ার রিলকের মৃত্যু হয়। 

১৯৯৫ -গ্রামীণ সাংবাদিকতার পৃথিকৃৎ মোনাজাত উদ্দিন মৃত্যুবরণ করেন। 

২০০৩ -বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী সালমা সোবহান মৃত্যুবরণ করেন।

Read Entire Article