৩ আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা

2 months ago 6

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা করা হবে। যেখানে সব মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকার এবং ন্যায়বিচার থাকবে।

সোমবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় নাটোর শহরের স্বাধীনতা চত্বরে পথসভায় একথা বলেন নাহিদ ইসলাম। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি নাটোর জেলা শাখার সমন্বয়কারী জার্সিস কাদের , সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফ প্রমুখ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‌‘৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন সংস্কারের মাধ্যমে দেশ গঠন করতে হবে। যেথানে রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র, সমতা, ইনসাফসহ সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সাংবিধানিকভাবে শহীদদের স্বীকৃতি দিতে হবে।’

তিনি বলেন, ‘নাটোরের অনেক ইতিহাস-ঐতিহ্যর কথা আমরা শুনেছি। কিন্তু এসে দেখলাম নাটোরে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। গ্যাস নেই। শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে রয়েছে। এখন এনসিপি দল গঠন করেছে। তরুণ জনতা এখন দেশ গড়তে চায়। আমরা দেশের মৌলিক সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়তে চাই। আশা করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অধিকারের জন্য এনসিপির পাশে থাকবেন।’

৩ আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা

এসময় দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, শামীমা সুলতানা মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে জেলার পশ্চিম সীমান্ত ত্বকিয়া ঢালানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পথসভা করেন এনসিপির নেতাকর্মীরা। এরপর নাটোর শহরের স্টেশন গেট থেকে পদযাত্রা নিয়ে নাটোর স্টেশন সংলগ্ন একতার মোড়ে সংক্ষিপ্ত পথসভা হয়। পরে মিছিল নিয়ে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে সমবেত হন তারা।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

Read Entire Article