৩ ঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেলো কিশোরগঞ্জ এক্সপ্রেস

4 hours ago 3

তিন ঘণ্টা পর ভৈরব স্টেশন ছাড়লো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। আখাউড়া থেকে ইঞ্জিন এলে বিকেল ৫টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

এর আগে সোমবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে জগন্নাথপুর এলিন ফুড ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় বিকল হয়ে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন।

৩ ঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেলো কিশোরগঞ্জ এক্সপ্রেস

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনটি দুপুর ১টার দিকে ভৈরব স্টেশনে পৌঁছায়। দেড়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে জগন্নাথপুর এলিন ফুড ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বিকেল ৫টার দিকে আখাউড়া স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এলে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ জানান, তিন ঘণ্টা পর ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে গেছে।

রাজীবুল হাসান/এসআর/এএসএম

Read Entire Article