৩ দাবিতে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

1 hour ago 4

১১তম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ১৭ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশনে বসবেন তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষকদের কয়েকটি সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে দুর্গাপূজার ছুটি, বৈরী আবহাওয়া, প্রধান উপদেষ্টার বিদেশ সফরসহ কয়েকটি কারণে কর্মসূচির সময়সূচি পেছানো হয়েছে।

আরও পড়ুন
প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ঠেকাতে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ‘ভুয়া’
প্রাথমিকে সাড়ে ৩ লাখ শিক্ষকের মধ্যে সোয়া দুই লাখই নারী

প্রাথমিকের শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঐক্য পরিষদের নেতারা জরুরি সভায় বসেছিলেন। সেখানে আমরণ অনশন কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তমতে, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ আমরণ অনশন কর্মসূচি করা হবে।

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি

সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১তম গ্রেডে নির্ধারণ করতে হবে; চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে।

এএএইচ/ইএ/এএসএম

Read Entire Article