৩ রান করা ম্যাচে দুই রেকর্ড বাবর আজমের

2 months ago 29

ব্যাট হাতে করেছেন মাত্র ৩ রান। অস্ট্রেলিয়ার কাছে দলও হেরেছে বড় ব্যবধানে। তবে বাবর আজম এমন এক ম্যাচেও দুটি রেকর্ড গড়ে ফেলেছেন।

ব্রিসবেনে বৃষ্টির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি পরিণত হয়েছিল ৭ ওভারের ম্যাচে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ৪ উইকেটে ৯৩ রান। জবাবে ৯ উইকেটে ৬৪ রানে থামে পাকিস্তান, হারে ২৯ রানে।

এই হারা ম্যাচেই দুটি রেকর্ড গড়েছেন বাবর। এটি ছিল বাবরের ক্যারিয়ারের ১২৪তম টি-টোয়েন্টি। এতে করে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই ব্যাটার। পেছনে ফেলেছেন শোয়েব মালিককে।

এদিন আবার দুটি ক্যাচও নিয়েছেন বাবর। প্রথম ক্যাচ নেওয়ার পরই টি-টোয়েন্টি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ক্যাচের (৫২টি) মালিক হয়ে গেছেন তিনি। তার আগে ৫০ ক্যাচ নিয়ে এই রেকর্ডটি ছিল ফখর জামানের।

এমএমআর/জেআইএম

Read Entire Article