৩ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

2 months ago 7

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণায় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে শিক্ষকপ্রতি দুই লাখ ৬০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি। আগ্রহী শিক্ষকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ইউজিসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য অনলাইনে গবেষণা প্রকল্প প্রস্তাব জমার বিষয়টি উন্মুক্ত। তবে প্রভাষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষক ইউজিসির অর্থায়নে কোনো গবেষণা কাজে যুক্ত থাকলে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না। নতুন করে আবেদনকারী গবেষকরা একাধিক ক্যাটাগরিত গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন না। তবে তিনি গবেষণা প্রস্তাবের প্রধান না হলে অন্য প্রধান গবেষকের প্রস্তাবে গবেষণা সহযোগী হতে বাধা নেই।

কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার গবেষণায় ২ লাখ ৬০ হাজার টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা শাখার জন্য তিন লাখ টাকা বরাদ্দ পাবেন।

গবেষণা অনুদান হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দেওয়া অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট গবেষকদের ইউজিসের সব শর্ত ও নির্দেশনা মেনে চলতে হবে। গবেষণা প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd)।

এএএইচ/কেএসআর/এএসএম

Read Entire Article