কী হলো ম্যানচেস্টার সিটির! পেপ গার্দিওলার দল যেন জিততেই ভুলে গেছে। টানা পাঁচ হারের লজ্জা মাথায় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেনুর্দের বিপক্ষে খেলতে নেমেছিল। এবার তারা অবিশ্বাস্য এক লড়াইয়ে হাতছাড়া করলো জয়।
ডাচ ক্লাব ফেনুর্দের বিপক্ষে ৩-০ এগিয়ে থেকেও জিততে পারেনি গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে ৩-৩ গোলে ড্র করেছে সিটিজেনরা। এ নিয়ে তাদের জয়খরা বেড়ে দাঁড়ালো টানা ছয় ম্যাচে।
আর্লিং হাল্যান্ড জোড়া গোল করে (৪৪ মিনিটে পেনাল্টি এবং ৫৩ মিনিটে আরও এক গোল) ম্যানসিটিকে জয়খরা কাটানোর রাস্তা করে দিয়েছিলেন। মাঝে ৫০ মিনিটে একটি গোল করেন ইলকায় গুন্দোয়ান।
৭৪ মিনিট পর্যন্ত ৩-০ গোলের লিড ছিল ম্যানচেস্টার সিটির। সেখান থেকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরে ফেনুর্দ। ১৫ মিনিটের মধ্যে তারা করে তিন গোল। ফেনুর্দের গোলদাতা আনিস হাজ-মুসা (৭৪ মিনিট), সান্তিয়াগো গিমেনেজ (৮২ মিনিট) এবং ডেভিড হানকো (৮৯ মিনিট)।
১৯৬৩ সালের পর প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে দুই বা তার বেশি গোল খেলো সিটি। আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগ টেবিলের ১৫তম স্থানে নেমে যেতে হলো তাদের।
এমএমআর/এমএস