৩০ মিনিটের ব্যবধানে ৯ বাসায় চোরের হানা

1 month ago 17
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ মিনিটের ব্যবধানের মধ্যে ৯টি বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল স্বর্ণালংকার নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। রোববার (২২ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১১টার দিকে পৌর সদরের নামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার এলাকায় তিনটি ভবনে ৩০ মিনিটের ব্যবধানে ৯টি ভাড়া বাসায় চোরের দল হানা দেয়। ৯টি ভাড়া বাসার তালা ভাঙলেও তার মধ্যে চারটি বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চোরের দল মানুষের উপস্থিতি টের পাওয়ার কারণে বাকি পাঁচটি বাসার দরাজার তালা ভাঙলেও মালামাল না নিয়ে পালিয়ে যায়। ধনজয় নামের এক ভুক্তভোগী বলেন, আমরা ঘরের সবাই বাইরে বেড়াতে যাই। বিষয়টি জানার পর এসে দেখি চোর সোনাসহ টাকা-পয়সা নিয়ে গেছে।  আলপনা নাথ নামের আরেক ভুক্তভোগী বলেন, ঘরে এসে দেখি আলমারির জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আলমারির মধ্যে যে টাকা ছিল সব নিয়ে গেছে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুজিবুর রহমান বলেন,  বিষয়টি খুবই দুঃখজনক কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
Read Entire Article