৩০ লাখ টাকা ছিনতাই করতে ছুরিকাঘাত, আটক ১

2 months ago 41

চট্টগ্রামে রেজাউল করিম সাকিব নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তিনি ব্যবসায়ের টাকা ব্যাংকে জমা ‍দিতে যাচ্ছিলেন। 

রোববার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে ধরে যৌথবাহিনীর হাতে  হস্তান্তর করেছে জনতা।

ফলমন্ডি ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেন। আহত রেজাউল করিম সাকিব বিসমিল্লাহ ফলবিতানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। 

কোতোয়ালি থানা সূত্র জানায়, আজ দুপরে মো. কাউসার নামে একজন ছিনতাইকারীকে যৌথবাহিনী থানায় হস্তান্ত করেছে। ছিনতায়ের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। 

ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলেন, দুপুরে বিসমিল্লাহ ফলবিতানের ব্যবসার ৩০ লাখ টাকা স্টেশনরোড সোনালি ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন সাকিব। পথিমধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা প্রথমে সাকিবের চোখে মরিচের গুঁড়ি মারে। সাকিব তাদের আলামত বুঝতে পেরে টাকাভর্তি ব্যাগ বুকের ওপর শক্তভাবে চেপে ধরেন। ছিনতাইকারীদের সঙ্গে টাকার ব্যাগ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা সাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় আশেপাশের উপস্থিত জনতা ছুটে এসে সাকিবকে উদ্ধার করেন এবং এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
 

Read Entire Article