৩১০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

1 month ago 16

চট্টগ্রামের পটিয়ায় ১৫ টন ভারতীয় চিনিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী মাতৃভাণ্ডার এলাকায় ট্রাকটি জব্দ করা করে পুলিশ।

গ্রেফতাররা হলেন মো. রহমত উল্যাহ (৪৭), মো. রেজাউল হক (৩২) এবং মো. রুবেল আহাম্মদ (৩৮)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সিলেট সীমান্ত দিয়ে কর ফাঁকি দিয়ে আসা কিছু ভারতীয় চোরাই চিনি পটিয়ার খানমমোহনায় খালাসের খবরে অভিযান চালিয়ে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। ট্রাকটিতে ৩১০ বস্তা চিনি পাওয়া যায়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা চিনির ওজন ১৫ হাজার ৫০০ কেজি। যার বাজার মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা।

এমডিআইএইচ/জেডএইচ/

Read Entire Article