টেস্টের চার ইনিংসেই অলআউট হয়েছে দুই দল। হাইস্কোরিং ম্যাচ ছিল না। ওয়েস্ট ইন্ডিজকে মোটে ২৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তারপরও গ্রেনাডা টেস্টে বড় জয়ই পেয়েছে প্যাট কামিন্সের দল।
ক্যারিবীয়দের ১৩৩ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ এক টেস্ট বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ফ্রাঙ্ক-ওরেল ট্রফি হেরেছিল সেই ১৯৯৩ সালে। এরপর কেটে গেছে ৩২ বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
গ্রেনাডায় চতুর্থ দিনে এসে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লিয়নদের তোপে ১৪৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক রস্টন চেজ। শেষদিকে শামার জোসেফের ব্যাট থেকে আসে ২৪।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং নাথান লিয়ন নেন ৩টি করে উইকেট। দুটি উইকেট শিকার হ্যাজেলউডের।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২১ রান নিয়ে খেলতে নেমে ২৪৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তারা প্রথম ইনিংসে করেছিল ২৮৬ রান, জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৩।
এমএমআর/এমএস