৩৪ বছরে পদার্পণ করলো নারী উন্নয়ন শক্তি
আজ ১৪ই আগস্ট নারী উন্নয়ন শক্তি (NUS) তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৯২ সালে ঢাকার খিলগাঁও থেকে যাত্রা শুরু করে এই নারী নেতৃত্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা এখন পর্যন্ত ৪৯টি দাতা ও অংশীদারের সহায়তায় ৭৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে। নারী উন্নয়ন শক্তির প্রধান সাফল্যসমূহের মধ্যে রয়েছে— ১,২৫,০০০+ নারী ও পুরুষকে প্রাথমিক শিক্ষা প্রদান। ২৫,০০০+ মানুষকে কারিগরি [...]