ঈদুল আজহার চতুর্থ দিন আজ মঙ্গলবার (১০ জুন)। ঈদের আগে থেকে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে। এরপর ঈদের দিনেও এমনকি পরপর আরও দুই দিন বৃষ্টি অব্যাহত ছিল। এদিকে, তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং দেশের ৩৬ জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ।
সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
জানা গেছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন:
আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এসএনআর/জেআইএম