৩৭ রানে অলআউট, ভাঙল ২৩২ বছরের পুরোনো রেকর্ড

২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে তারা। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্স ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের (এসএনজিপিএল) বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয় পিটিভি। আর মামুলি এই রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ রানেই অলআউট হয়ে যায় সুই নর্দার্ন।  ফলে ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটিভি। পিটিভির হয়ে এই অসাধ্য সাধন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার আলি উসমান। মাত্র ৯ রানের বিনিময়ে প্রতিপক্ষের মূল্যবান ৬ উইকেট তুলে নেন তিনি। এবারের কায়েদ-ই-আজম ট্রফিতেও সর্বোচ্চ উইকেট শিকারি এই আলি উসমান। এছাড়া,  প্রতিপক্ষের বাকি ৪টি উইকেট শিকার করেন পেসার আমাদ বাট। এবারের প্রেসিডেন্স ট্রফিতে লো-স্কোরিং এবং দ্রুত ম্যাচ শেষ হওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে এই ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল তুলনামূলক স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রানে অলআউট হওয়ার পর ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয় এসএনজিপিএল। করাচির পিচ দ্রুত বদলাতে থাকায় দ্বিতীয় ইন

৩৭ রানে অলআউট, ভাঙল ২৩২ বছরের পুরোনো রেকর্ড

২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে তারা।

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্স ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের (এসএনজিপিএল) বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয় পিটিভি। আর মামুলি এই রান তাড়া করতে নেমে মাত্র ৩৭ রানেই অলআউট হয়ে যায় সুই নর্দার্ন।  ফলে ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটিভি।

পিটিভির হয়ে এই অসাধ্য সাধন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার আলি উসমান। মাত্র ৯ রানের বিনিময়ে প্রতিপক্ষের মূল্যবান ৬ উইকেট তুলে নেন তিনি। এবারের কায়েদ-ই-আজম ট্রফিতেও সর্বোচ্চ উইকেট শিকারি এই আলি উসমান। এছাড়া,  প্রতিপক্ষের বাকি ৪টি উইকেট শিকার করেন পেসার আমাদ বাট।

এবারের প্রেসিডেন্স ট্রফিতে লো-স্কোরিং এবং দ্রুত ম্যাচ শেষ হওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে এই ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল তুলনামূলক স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রানে অলআউট হওয়ার পর ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয় এসএনজিপিএল। করাচির পিচ দ্রুত বদলাতে থাকায় দ্বিতীয় ইনিংসে পিটিভি মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। তখন মনে হচ্ছিল এসএনজিপিএল সহজেই জিততে যাচ্ছে, কিন্তু এরপরই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা।

প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এর আগে এত কম রানের পুঁজি নিয়েও জেতার নজির আর নেই। আগের রেকর্ডটি ছিল ১৭৯৪ সালে। সেবার লর্ডস ওল্ড গ্রাউন্ডে এমসিসিকে ৪১ রানের লক্ষ্য দিয়েও ৬ রানের জয় পেয়েছিল ওল্ডফিল্ড। এবার সেই কীর্তিকেও ছাড়িয়ে গেল। নুতন ইতিহাস গড়ল পাকিস্তান টেলিভিশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow