৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

8 hours ago 3
ম্যাকেতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ডবুক নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার কুপার কনোলি। ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৫ উইকেট তুলে নিয়ে হয়ে গেলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া বোলার। রোববার (২৪ আগস্ট) নিজের জন্মদিনের মাত্র দুই দিন পরই এই কীর্তি গড়লেন কনোলি। ১৯৮৭ সালে ক্রেগ ম্যাকডারমট ২২ বছর ২০৪ দিন বয়সে ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড টিকল টানা ৩৮ বছর, ভাঙলেন তরুণ কনোলি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে মাঝপথেই ধস নামিয়ে দেন তিনি। ছয় ওভারে মাত্র ২২ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তার শিকার হন টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস (৪৯), উইয়ান মুল্ডার, করবিন বোশ ও কেশব মহারাজ। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক আঘাতে কার্যত ম্যাচ ছিনিয়ে নেন কনোলি। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তোলে বিশাল ৪৩১/২ রান। উদ্বোধনী জুটিতেই ট্রাভিস হেড (১৪২) ও মিচেল মার্শ (১০০) গড়েন ২৫০ রানের পার্টনারশিপ। পরে ক্যামেরন গ্রিন খেলেন মাত্র ৪৭ বলে ঝোড়ো সেঞ্চুরি। শেষে অ্যালেক্স ক্যারি যোগ করেন অপরাজিত ৫০ রান। অস্ট্রেলিয়ার শীর্ষ তিন ব্যাটারের সেঞ্চুরি করার নজির ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বার দেখা গেল। ৪৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ১৫৫ রানে। উইয়ান মুল্ডার বোলিংয়েও রেকর্ডবইয়ে জায়গা করে নেন অনাকাঙ্ক্ষিতভাবে—৭ ওভারে খরচ করেন ৯৩ রান, যা ওয়ানডেতে সবচেয়ে ব্যয়বহুল স্পেলগুলোর একটি। যদিও সিরিজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার হাতে, তৃতীয় ম্যাচটা পুরোপুরিই ছিল কনোলির মঞ্চ। ম্যাচ শেষে হাতে বল তুলে ধরে গ্যালারির অভিবাদন নিলেন এই তরুণ, আর হাসলেন এমন এক হাসি—যা বলে দিল ইতিহাস লেখা হয়ে গেছে।
Read Entire Article