৪ দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

3 hours ago 2

চারদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় এসেছেন বলে সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে রেইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এসব বৈঠকে রেইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা যিনি সংস্থাটির অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থ, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত কাজের নেতৃত্ব দিচ্ছেন।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক ছিল প্রথম। এরপর থেকেই সংস্থাটি বাংলাদেশে প্রায় ৪৪ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এমওএস/ইএ/জেআইএম

Read Entire Article