গাইবান্ধার সাদুল্লাপুরে খেলার সময় চার বন্ধু নদীতে লাফ দিয়ে একজন নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল হাবিব মিয়া (১২) নামে একজনের উদ্ধার করে।
সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজের নলেয়া নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
হাবিব মিয়া ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে হাবিব মিয়াসহ তিন বন্ধু ওই ব্রিজ থেকে পানিতে লাফ দেয়। এরমধ্যে হাবিব মিয়া সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা খোঁজাখুঁজি শুরু করে। তিন ঘণ্টা পর হাবিব মিয়ার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি উদ্ধার করে।
উপজেলার ইদিলপুর ইউপি সদস্য রুহুল আমিন বলেন, পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে হাবিব মিয়া নামেরে এক শিশুর মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকা উচিত।
এএইচ শামীম/আরএইচ/এএসএম