৪ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি নভেম্বরে

3 weeks ago 13
গত চার মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে চলতি বছরের নভেম্বরে। এই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, গত মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে, যা এক মাস আগে ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ। নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া নভেম্বরে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে নগর এলাকায় ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ। অপরদিকে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।
Read Entire Article