৪শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

1 hour ago 2

সাতক্ষীরার চারশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা পুনরায় চালুর দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা নিউমার্কেটের সামনে জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক। বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডেকোরেটর মালিক সমিতির নেতা কামরুজ্জামান কামু, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী মাসুম বিল্লাহ মিল্টন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার যেসব ঐতিহ্য আজও টিকে আছে তার মধ্যে গুড়পুকুর মেলা অন্যতম। প্রতিবছর এ মেলাকে ঘিরে জেলার নার্সারি, হস্তশিল্প, কুটির শিল্প, খেলাধুলা, খাদ্য ও ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা একত্রিত হন। মেলায় নারী-পুরুষ, শিশু-কিশোর সবার অংশগ্রহণ থাকে। কিন্তু একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে মেলাটি বন্ধ করার চেষ্টা করছে।

তারা আরও বলেন, দেশের অন্যান্য জেলায় বইমেলা, বাণিজ্য মেলা, হস্তশিল্প মেলা নির্বিঘ্নে হচ্ছে। অথচ সাতক্ষীরায় আইনশৃঙ্খলার অজুহাতে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা বন্ধ রাখা হয়েছে। এটি অগ্রহণযোগ্য।

বক্তারা ঘোষণা দেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসন মেলা আয়োজনে ইতিবাচক সিদ্ধান্ত না নিলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

Read Entire Article