৪০০ পরিবারকে রমজানের উপহার দিলেন ব্যবসায়ী

4 hours ago 6

চট্টগ্রামের মিরসরাইয়ে পবিত্র রমজান উপলক্ষে ৪০০ পরিবারের মাঝে পুরো মাসের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মো. জামশেদ আলম নামে এক ব্যবসায়ী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ব্যবসায়ী জামশেদ আলম নিজ উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

৪০০ পরিবারকে রমজানের উপহার দিলেন ব্যবসায়ী

খাদ্য সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক এস এম হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মনির, সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন লিটু চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, প্রজন্ম মিরসরাই’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জামশেদ আলম বলেন, আমি দীর্ঘদিন সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছরের মতো এবারও রমজানের আগে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি। সামাজিক কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম

Read Entire Article