উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় দীর্ঘ প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিক থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে আসা-যাওয়া করেন।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওইদিন সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় ঢাকামুখী যাত্রী ও যানবাহনগুলো দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করে। তবে বন্ধ থাকে লঞ্চ চলাচল।
দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকাল পৌনে ৭টা থেকে এ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/এমএস

4 months ago
11








English (US) ·