৪৭ রানে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে ভারত

3 months ago 21

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আসার পর নিঃশ্বাস ফেলারও যেন ফুরসত মিলছে না। ভারতীয় ক্রিকেট দলকে সফরে যেতে হয়েছে আফ্রিকায়। জিম্বাবুয়ের বিপক্ষে আজ শুরু হয়েছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

হারারেতে প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের সামনে ধুঁকছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। যদিও শুভমান গিলের নেতৃত্বে ভারতের এই দলটিতে বিশ্বচ্যাম্পিয়ন দলটির একজন ক্রিকেটারও নেই।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে সংগ্রহ করতে পেরেছে ১১৫ রান। জবাব দিতে নেমে ৪৭ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারতীয়রা। ৬১ রানে হারিয়েছে ৭ম উইকেট।

অধিনায়ক শুভমান গিল ৩১ রান না করলে তো আরও করুন পরিণতির সম্মুখিন হতে হতো তাদেরকে। ২৯ বলে সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। বাকি ব্যাটাররা রানই করতে পারেনি। ওপেনার অভিষেক শর্মা আউট হয়েছেন শূন্য রানে। ঋুতুরাজ গায়কোয়াড় ৭, রায়ান পরাগ ২, রিঙ্কু সিং শূন্য রানে আউট হন।

এছাড়া ধ্রুব জুরেল ৬, রবি বিষ্ণোই ৯ রান করে বিদায় নেন। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ১৩.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৩। ৬ রানে ওয়াশিংটন সুন্দর এবং ১ রানে ব্যাট করছেন আবেশ খান।

আইএইচএস/

Read Entire Article