৪৭তম বিসিএসের আবেদন ফি কমানোর ঘোষণা পিএসসির

1 month ago 23

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ। এ বিজ্ঞপ্তিতে বিগত সময়ের মতো ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর পৃথক বিজ্ঞপ্তিতে পিএসসি ৪৭তম বিসিএসের ফি কমানোর ঘোষণা দিয়েছে। যদিও ঠিক কত টাকা ফি কমছে, তা এখনো জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এএএইচ/এমএএইচ/

Read Entire Article