৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

3 weeks ago 19

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। এতে অংশ নেবেন লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ এক হাজার ২১৯ জন প্রার্থী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত ১০টার পরপরই বিশেষ এ বিসিএসের ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানায়, এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে বা প্রতারণার আশ্রয় নিলে; কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে; প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা যেকোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন।

Read Entire Article