৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

2 weeks ago 14

ঘন কুয়াশার কারণে টানা প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত আড়াইটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পরে শুক্রবার সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় ফেরি চলাচল শুরু হলে আবারও কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়। সবশেষ সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে তৈরি হয়নি যানবাহনের কোনো সিরিয়াল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় তা কমে গেছে। তবে তীব্র শীতে নদী পারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে এরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। যানবাহনের চাপ কম থাকায় দৌলতদিয়ায় কোনো সিরিয়াল তৈরি হয় নাই।

রুবেলুর রহমান/জেডএইচ/এমএস

Read Entire Article