গরুর জন্য আলাদা হোটেল! শুনলেই প্রথমে কেউ হাসবে, কেউ অবিশ্বাস করবে। কিন্তু রংপুরের ধর্মদাস বারো আউলিয়া এলাকায় গিয়ে দেখা যায়, ঘটনা পুরোপুরি সত্য। এখানে মানুষ নয়, বরং গরুরাই রাত কাটায় ‘আবাসিক হোটেলে’। মাত্র ৫০ টাকায় প্রতিটি গরু বিশ্রাম নিচ্ছে আধুনিক হোটেলের মতো জায়গায়।
রংপুর মহানগরীর মডার্ন মোড়ের পাশে গড়ে ওঠা এই গরুর হোটেলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় উদ্যোক্তা আসানুর রহমান। প্রায় ৭-৮ বছর... বিস্তারিত