৫০০ সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে জামায়াতের ইফতার বিতরণ

4 hours ago 7

রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও উত্তর থানার উদ্যোগে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নাখালপাড়া রেলগেটে সুবিধাবঞ্চিতদের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ হয়।

সংগঠনের থানা আমির ও ২৫ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মুহাম্মদ হেমায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক ও হাতিরঝিল অঞ্চল সহকারী পরিচালক মুহাম্মদ আতাউর রহমান সরকার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- থানা কর্মপরিষদ সদস্য মোফাজ্জল হোসেন রকি, ইউনুস শেখ, শ্রমিক নেতা কাজী মুজিবুর রহমান। ইফতার সামগ্রী বিরতণ অনুষ্ঠানে থানা কর্ম পরিষদ সদস্য ইঞ্জি. মহসিন খান, রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি নোমান উদ্দিন, আমিনুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এএএম/এমএএইচ/এএসএম

Read Entire Article