৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ
স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল নিয়ে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।
আন্দোলনকারীরা বলেন, স্বতন্ত্র পরিদপ্তর, ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখার দাবি তোলেন।
এ ছাড়া নিয়োগবিধিতে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং আইএইচটিগুলোর জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করার কথাও তারা বলেন।
মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স দেওয়া, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা তৈরি এবং সব অনুষদের বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবিও করছেন বিক্ষুব্ধরা।