টেস্ট ফরম্যাটেই যে ক্রিকেটের আসল সৌন্দর্য লুকিয়ে, তা আরও একবার ওভাল টেস্টে প্রমাণ করে দিয়েছে ভারত এবং ইংল্যান্ড। এর আগে ম্যানচেস্টার টেস্টেও একই অবস্থা হয়েছিল। শ্বাসরূদ্ধকর অবস্থায় নিশ্চিত পরাজয়ের হাত থেকে ভারতকে রক্ষা করেছিলেন রবিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুটি সেঞ্চুরি।
এবার ভারতকে রক্ষা করাই নয়, ওভাল টেস্টে স্নায়ুর ঝড় তুলে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে শুভমান গিলের দল। ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের ১১১ রান এবং জো রুটের ১০৫ রান সত্ত্বেও জিততে পারলো না ইংল্যান্ড। চতুর্থদিন শেষ বিকেলে বৃষ্টির কারণে অন্তত ৩০ ওভারের বেশি খেলা হতে পারলো না। পারলে হয়তো ফল ভিন্নও হতে পারতো।
তবুও ৩৫ রান করার জন্য ৪টি উইকেট হাতে ছিল ইংল্যান্ডের। এই রানটাও শেষ পর্যন্ত করতে পারলো না ইংলিশরা। মোহাম্মদ সিরাজ আর প্রাসিদ কৃষ্ণার বোলিং তোপে ৬ রান দুরে থাকতেই অলআউট হয়ে যেতে হলো। ৬ রানে জয় তুলে নিলো ভারত।
ওভাল টেস্টে (The Oval) এই ৬ রানে জয়ের সঙ্গে সঙ্গে দারুণ একটি রেকর্ডও গড়লো ভারতীয়রা। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ছোট ব্যবধানে টেস্ট জয় করলো ভারত (England vs India)।
এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৩ রানে জয় পেয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। এতদিন ওটাই ছিল তাদের সবচেয়ে ছোট ব্যবধানে জয়ের রেডর্ক।
এর আগে ১৯৭২ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ রানে জয় পেয়েছিল ভারত। ২০০৪ সাল পর্যন্ত ওটাই ছিল ভারতীয়দের সবচেয়ে কম ব্যবধানে জয়ের রেকর্ড।
ওভাল টেস্টে ভারত এবং ইংল্যান্ড টেস্টে আর যে সব রেকর্ড হয়েছে, তা জানতে ক্লিক করুন এই লিংকে।
আইএইচএস/