একাধিক মেধা তালিকা প্রকাশের পরও পূরণ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বি ইউনিটের সবগুলো আসন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কলা ও আইন অনুষদে (বি ইউনিট) এখনো ফাঁকা রয়েছে অর্ধ শতাধিক আসন। ফাঁকা আসন পূরণে বিজ্ঞপ্তি প্রকাশ ও সাক্ষাৎকার গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদ।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ডিন অফিসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিনভর সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে অংশ নেওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্য থেকে আসন ফাঁকা থাকা সাপেক্ষে নেওয়া হবে চূড়ান্ত ভর্তি।
এ বিষয়ে কলা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বলেন, এ অনুষদে ১২টি ডিপার্টমেন্টে ৭০ থেকে ৭৫টি আসন ফাঁকা রয়েছে। আজ যারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকেই আসনগুলে ফিলআপ করা হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ও ভর্তিচ্ছুদের সাবজেক্ট চয়েজের সামঞ্জস্যতা রেখে আসন ফিলআপ করা হবে।
- আরও পড়ুন
- জবির বঙ্গমাতা হলের নতুন নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল
- জবির বাসে র্যাগিং হলে আইনি ব্যবস্থা
চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এরই মধ্যে ২০ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস শুরু হয়ে গেছে। অপেক্ষমাণ শিক্ষার্থীদের মধ্যে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে আমরা শিগগির তাদের মেরিট লিস্ট প্রকাশ করে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু করবো।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কি না- এমন প্রশ্নে ড. হোসনে আরা বলেন, এ বিষয়ে এখনি বলা যাচ্ছে না। যে কয়টি আসন ফাঁকা রয়েছে আমরা তার সাতগুণ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছি। আশা করি এখান থেকে সিট ফিলআপ হবে। তবুও সিট ফিলআপ না হলে ভর্তি বিষয়ক সেন্ট্রাল কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
টিএইচকিউ/কেএসআর/জিকেএস