৬০০ গ্রাম মাদক আইসসহ গ্রেফতার কারবারি

11 hours ago 4

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম ভয়ংকর মাদক আইসসহ এক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)।

তার নাম, মো. মনিরুল ইসলাম (৩৬)। তিনি রাজধানীর ডেমরা এলাকার বাওয়ানীবাদ জুট মিলস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে আইসের একটি চালান কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে লালবাগ সার্কেলের পরিদর্শকের নেতৃত্বে একটি টিম গঠন করে গুলিস্তান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইসসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুল এর আগেও একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ আরও বলেন, ডেমরার বাওয়ানীবাদ জুট মিলস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম ছিলেন গ্রেফতার মনিরুল। ইমামতির পাশাপাশি ভয়ংকর মাদক আইস সরবরাহ করতেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) তানভীর মমতাজ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক (ঢাকা) এ কে এম শওকাত ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবরা।

টিটি/এসআইটি/এএসএম

Read Entire Article