৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের

2 months ago 31

বৃষ্টির কারণে কার্টেল ওভারের খেলা, ৭ ওভারের ম্যাচ। ধুমধারাক্কা ব্যাটিং ছাড়া জেতার উপায় নেই। কিন্তু পাকিস্তানি ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করলেন অস্ট্রেলিয়ার কাছে।

৯৪ রান তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ রিজওয়ানের দল। ১৬ রানে ৫টি আর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত টেনেটুনে গেছে ৬৪ রান পর্যন্ত, ৯ উইকেট হারিয়ে।

ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৭ ওভারের ম্যাচে হারটাকে বেশ বড়ই বলা যায়।

রান তাড়ায় নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রিজওয়ান, বাবর আজম, সৌদ শাকিলরা।

এর আগে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৭ ওভারে তুলেছিল ৪ উইকেটে ৯৩ রান।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। শুরুটা তারা ভালোই করে। দুই ওপেনারকে দাঁড়াতে দেয়নি। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ৯ আর ম্যাথু শর্ট ফেরেন ৭ রান করে।

তবে এরপর গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব চালিয়েছেন। ১৯ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার। টিম ডেভিড করেন ৮ বলে ১০।

শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে। অস্ট্রেলিয়াও পায় চ্যালেঞ্জিং সংগ্রহ।

পাকিস্তানের আব্বাস আফ্রিদি ৯ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার নাসিম শাহ আর হারিস রউফের।

এমএমআর/জেআইএম

Read Entire Article