৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

2 weeks ago 11

ঘন কুয়াশায় টানা প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ পশ্চিমঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে পদ্মা র অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এরআগে বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত ৩টার ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে দুইটি ফেরি।

এদিকে টানা ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে শতাধিক যানবাহন। ফলে তীব্র শীত ও হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা ১০মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।

রুবেলুর রহমান/এএইচ/এএসএম

Read Entire Article