৭ দিন স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটবে 

3 hours ago 4

সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। 

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ৭ মার্চ সকাল ৯.৫৩টা থেকে ১০.০১টা পর্যন্ত মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯.৫২ মিনিট থেকে ১০.০২টা পর্যন্ত মোট ১০ মিনিট, ৯ মার্চ ৯.৫১টা থেকে ১০.০৩টা পর্যন্ত মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯.৫০টা থেকে ১০.০৩টা পর্যন্ত মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯.৫০টা থেকে ১০.০৩টা পর্যন্ত মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯.৫০টা থেকে ১০.০২টা পর্যন্ত মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯.৫১টা থেকে ১০টা পর্যন্ত মিনিট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে। 

সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। 

বিএসসিএল জানায়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বিএসসিএল এই ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।

Read Entire Article