৭ বছর পর জাতীয় কাবাডি

2 months ago 7

পুরুষদের সিনিয়র কাবাডি জাতীয় চ্যাম্পিয়নশিপ সর্বশেষ আলোর মুখ দেখেছিল ২০১৮ সালে। প্রায় ৭ বছরের বন্ধ্যত্ব ঘুচবে এবার—পুরুষদের সঙ্গে নারী বিভাগে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘তারুণ্যের উৎসব’ দ্বিতীয় পর্বের সূচনায় আসরটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

কিন্তু তারুণ্যের উৎসবে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া শাখা থেকে জানানো হয়েছে, ‘তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন থেকে কর্মসূচি চাওয়া হয়েছিল। তারুণ্যের উৎসবের উদ্দেশ্য দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা। সে দৃষ্টিকোণ থেকে তারুণ্যের উৎসবে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে তো কোনো বাধা থাকার কথা নয়।’

২৬ জুলাই শুরু হওয়ার কথা নারী ও পুরুষ দুই বিভাগের জাতীয় চ্যাম্পিয়নশিপ। এজন্য সংশ্লিষ্ট দলগুলোকে ১৫ জুলাইয়ের মধ্যে নিজস্ব প্যাডে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে এক হাজার টাকা অ্যাফিলিয়েশন ফি প্রদান করতে হবে।

গত কয়েক বছর ঘরোয়া লিগও আয়োজিত হয়নি। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ কালবেলাকে বলেন, ‘আপনি লক্ষ্য করলে দেখবেন, ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিযোগিতার পাশাপাশি বয়সভিত্তিক কার্যক্রমের ব্যস্ততাও রয়েছে আমাদের। এ অবস্থায় চাইলেও বাংলাদেশ কাবাডি ফেডারেশন সবগুলো প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না। এ জন্য সময়ের প্রয়োজন। নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রমান্বয়ে সবগুলো প্রতিযোগিতাই আয়োজন করা হবে। বার্ষিক সূচি অনুসরণ করেই হবে সব আয়োজন।’

Read Entire Article