ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামে ৭০ সংখ্যালঘু আইনজীবী ও দুজন সাংবাদিককে জড়িয়ে স্থানীয় কোতোয়ালি থানায় দায়ের মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এ ঘটনায় গভীর ক্ষোভ, বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
রোববার (০১ ডিসেম্বর) রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ মামলার পরিচালনা এবং এতদ্সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ থেকে জোরপূর্বক বিরত রাখার অসৎ উদ্দেশ্যে মহল বিশেষের ইন্ধনে এ মামলা করা হয়েছে। যা নিঃসন্দেহে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থি।
ঐক্য পরিষদ অনতিবিলম্বে এ ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে আইনজীবী ও সাংবাদিকদের অব্যাহতি দানের আশু পদক্ষেপ গ্রহণে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।