একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদন চলছে। গত ৩০ জুলাই দুপুর ১২টায় এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৮ লাখেরও বেশি শিক্ষার্থী ভর্তি হতে আবেদন করেছেন। এ আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। অর্থাৎ, শিক্ষার্থীরা আরও ৫ দিন প্রথম ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তিতে এ পর্যন্ত ৮ লাখ ৬২ হাজার ১৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বোর্ডের অধীন কলেজগুলোতে। ঢাকা বোর্ডের অধীন কলেজগুলোতে এক লাখ ৯৩ হাজার ৪৬৩ জন। এছাড়া মাদরাসা বোর্ডে আবেদন পড়েছে এক লাখ ১২ হাজার ৩৬৭ জন।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। তবে শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, সারাদেশে ৯ হাজার ১৮১টি কলেজ ও আলিম মাদরাসায় একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি রয়েছে। এসব প্রতিষ্ঠানে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২২ লাখের মতো।
বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকে আসন আছে প্রায় ২ লাখ ৪১ হাজার। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে প্রায় ৯ লাখ আসন রয়েছে। সবমিলিয়ে আসন রয়েছে প্রায় সাড়ে ৩৩ লাখ। বিপরীতে এবার পাস করেছে ১৩ লাখের কিছু বেশি। অর্থাৎ, উত্তীর্ণ সব শিক্ষার্থীও যদি ভর্তি হয়, তারপরও আসন শূন্য থাকবে প্রায় সাড়ে ২০ লাখ।
এএএইচ/এমকেআর/এমএস