৮-১৫ লাখ টাকায় নাবিক ভর্তি, প্রতারক চক্রের ৯ সদস্য আটক

5 months ago 15

৮-১৫ লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে নাবিক ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে নৌবাহিনী। অভিযানকালে হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ১৫ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম চলমান। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মে) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস অভিযান চালিয়ে নাবিক ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ সদস্যকে আটক করে নৌবাহিনী।

jagonews24

উদ্ধার ব্যক্তিরা জানান, প্রতারক চক্রের সদস্যরা ৮-১৫ লাখ টাকার বিনিময়ে চাকরির লোভ দেখিয়ে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এবং হোটেল আসার সময় তাদের মোবাইল নিয়ে নেয়।

এছাড়া প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার জন্য কালার ব্লাইন্ড টেস্ট বুক এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে।

আইএসপিআর জানায়, ভুক্তভোগী চাকরি প্রার্থীদের অনেকেই বসতভিটা, জমি ও জমানো অলঙ্কারসহ শেষ সম্বল বিক্রি করে প্রতারক চক্রকে টাকা দেয়। এসময় প্রতারক চক্রের কাছ থেকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন ও উত্তরপত্র জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিটি/জেডএইচ/

Read Entire Article