গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। বিশ্ব বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীনতম পুরস্কার এটি। পূর্বের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বসে এই আসর। যেখানে বাজিমাত করে সর্বাধিক চারটি পুরস্কার জিতে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি বাজিমাত করে। খবর: গোল্ডেন গ্লোবস
৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা নিচে দেওয়া হলো
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী (ড্রামা)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)
সেরা চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)
সেরা মৌলিক আবহ সংগীত
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)
সেরা মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)
সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)
সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
ভায়োলা ডেভিস
টেলিভিশন বিভাগ
সেরা টিভি সিরিজ (ড্রামা)
শোগান (এফএক্স/হুলু)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
হিরোয়ুকি সানাদা (শোগান)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
অ্যানা সোয়াই (শোগান)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)
সেরা পার্শ্ব অভিনেতা
তাদানোবু আসানো (শোগান)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জেসিকা গানিং (বেবি রেন্ডিয়ার)
সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স
আলি ওয়াং (আলি ওয়াং: সিঙ্গেল লেডি, নেটফ্লিক্স)
ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
টেড ড্যানসন