হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৯ জন নিহতের ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) তাদের গ্রেফতার করে আজমিরীগঞ্জ থানার পুলিশ
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ জন শহীদ হন। ওই ঘটনায় করা মামলার আসামি গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস