৯ দিনে ৯৯৯-এ ১৫ হাজারের বেশি কল, মারামারির ঘটনায় ৪১০২

3 months ago 6

ঈদুল আজহার ছুটিতে ৫ থেকে ১৩ জুন ৯ দিনে ৯৯৯-এ কল করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ হাজার ৬১৯ জন নাগরিক জরুরি সেবা পেয়েছেন। এর মধ্যে মারামারি সংক্রান্ত অভিযোগে ৪ হাজার ১০২ জন কলারকে সেবা দেওয়া হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

৯৯৯-এর পরিসংখ্যান অনুযায়ী, এই সময়য়ে জরুরি পুলিশি সেবা পেয়েছেন ১৩ হাজার ৮৩১ জন কলার। অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ৯৯৩ জনকে এবং ফায়ার সার্ভিসের সহায়তা পেয়েছেন ৭৯৫ জন নাগরিক।

ঈদুল আজহায় কল আসা অভিযোগের মধ্যে ছিল কোরবানির হাটে, রাস্তায় ও নদীপথে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা এবং শব্দদূষণ সংক্রান্ত সমস্যাসহ নানান বিষয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ঈদে মারামারি সংক্রান্ত অভিযোগে সেবা দেওয়া হয়েছে ৪ হাজার ১০২ জন কলারকে। কাউকে আটকে রাখার ঘটনায় সহায়তা পেয়েছেন ১ হাজার ২১৪ জন, জরুরি অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন ১ হাজার ৬২ জন। এছাড়া সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত সহায়তা দেওয়া হয়েছে ৯৯২ জনকে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সংশ্লিষ্টরা জানান, ঈদের সময় সাধারণত মানুষের চলাচল, লেনদেন ও পশু কেনা-বেচা বৃদ্ধি পাওয়ায় অপরাধের মাত্রাও কিছুটা বেড়ে যায়। সে অনুযায়ী ৯৯৯-এ কলের সংখ্যা ও সেবার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

কেআর/ইএ/এএসএম

Read Entire Article