৯৯৯-এ ফোন: ঢাকায় অপহৃত তরুণী নরসিংদী থেকে উদ্ধার

3 months ago 7

 

রাজধানীর শ্যামলী থেকে অপহরণ করা হয় তরুণী তমা আক্তারকে (২৫)। দাবি করা হয় মুক্তিপণ। অপহরণের বিষয়টি জানিয়ে যোগাযোগ করা হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তরুণীর অবস্থান শনাক্ত করে নরসিংদীর ঘোড়াশালের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে।

বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

আনোয়ার সাত্তার বলেন, গতকাল বুধবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে একজন কলার টাঙ্গাইল, মির্জাপুর থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার ভাগনিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে।

তিনি জানান, এরই মধ্যে তিনি বিকাশে দুইহাজার পাঁচশত টাকা পাঠিয়েছেন। তিনি তার ভাগনীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

তিনি বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান কলটি রিসিভ করেছিল। পরে বিষয়টি জেনে কনস্টেবল রেজোয়ান তাৎক্ষণিকভাবে ঢাকার আদাবর থানায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আদাবর থানা কলারের অবস্থান শনাক্ত করে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকায়। এরপর নরসিংদীর পলাশ থানায় বিষয়টি জানানো হলে পলাশ থানার একটি দল অপহরণের শিকার তরুণী তমা আক্তারকে (২৫) ঘোড়াশালের একটি বাড়ি থেকে উদ্ধার করে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/জেআইএম

Read Entire Article