আইসিসির কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন জানাল বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের মাটিতে খেলতে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পর্ষদ গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে খেলোয়াড় ও দলের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছায়। বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলকে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে পাঠানো নিরাপদ বলে মনে করা হচ্ছে না। এ কারণে টুর্নামেন্টের আয়োজক সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য ক

আইসিসির কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন জানাল বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের মাটিতে খেলতে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

পর্ষদ গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে খেলোয়াড় ও দলের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছায়।

বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলকে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে পাঠানো নিরাপদ বলে মনে করা হচ্ছে না। এ কারণে টুর্নামেন্টের আয়োজক সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। বিসিবির বিশ্বাস, নিরাপদ ও অনুকূল পরিবেশে দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা প্রকাশ করেছে, আইসিসি পুরো পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow