আপনি রেগে গেলেন তো হেরে গেলেন: শামীম তালুকদার
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার পোগলদিঘা ইউনিয়নের ১৪টি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বগারপাড়া, পুঠিয়ারপাড়া, পাটাবু সহ বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করেন তিনি। শামীম তালুকদার অভিযোগ করেন, কিছু মানুষ ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, এসব থেকে সাবধান থাকতে হবে। পাশাপাশি তিনি ভোট প্রচারে সর্বোচ্চ ধৈর্য ও ত্যাগ স্বীকার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, “আপনি রেগে গেলেন তো হেরে গেলেন।” ধানেরশীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে শামীম তালুকদারের মধ্যরাতের প্রচারণায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার পোগলদিঘা ইউনিয়নের ১৪টি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বগারপাড়া, পুঠিয়ারপাড়া, পাটাবু সহ বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করেন তিনি।
শামীম তালুকদার অভিযোগ করেন, কিছু মানুষ ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, এসব থেকে সাবধান থাকতে হবে। পাশাপাশি তিনি ভোট প্রচারে সর্বোচ্চ ধৈর্য ও ত্যাগ স্বীকার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, “আপনি রেগে গেলেন তো হেরে গেলেন।”
ধানেরশীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে শামীম তালুকদারের মধ্যরাতের প্রচারণায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?